মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সাংগঠনিক সভা
কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। ২২ জানুয়ারি মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ সম্পাদক অনন্যা দাশের সঞ্চালনায় সভায় বছরব্যাপী কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম।
বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে অনেক পরিকল্পনা এবং অতিদ্রুত বাস্তবায়নে সংগঠনের কার্যকর বন্ধুদের অংশগ্রহণ বৃদ্ধি ও সক্রিয়তা বাড়ানোর উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই লক্ষ্যে উপদেষ্টা অনিক বিশ্বাস, আফসারুল ইসলাম ও ওয়াদিয়া চৌধুরী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সহসভাপতি আশফাক আহমেদ ও মতিউর রহমান চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু তাফহীম কবীর, স্বাগত রায়, নবনীতা চক্রবর্তী, শাহরিয়ার আলম, মেহেদী তাপাদার, সাদিউল আলম, ইমাম হোসেন, তারেক মিয়া, স্বরুপ চন্দ্র বিশ্বাস, রাকিব মিয়া।
প্রচার সম্পাদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা