পাঠচক্রের বিষয় যখন প্রিয় লেখক ও প্রিয় বই

রাউজান বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

ব্যক্তিবিশেষে আমাদের একেকজনের প্রিয় লেখক ভিন্ন ভিন্ন। কারও হুমায়ূন আহমেদ আবার কারও সমরেশ মজুমদার। কারও হয়তো জাফর ইকবাল কিংবা আনিসুল হকের বই ভালো লাগে অথবা অন্য কোনো লেখকের। আবার প্রিয় বইয়ের তালিকায়ও ভিন্নতা রয়েছে। উপন্যাস, গল্প, আত্মজীবনী, অনুপ্রেরণামূলক, গোয়েন্দা সংকলন, রহস্য উপন্যাসসহ একেকজনের ভিন্ন ভিন্ন ধরনের বই পছন্দ।

তাই চট্টগ্রামের রাউজান বন্ধুসভা এবার ভিন্নধর্মী এক পাঠচক্রের আয়োজন করেছে। যেখানে উপস্থিত বন্ধুরা সবাই যাঁর যাঁর প্রিয় লেখক ও প্রিয় বই নিয়ে আলোচনা করেন। ১ ডিসেম্বর বিকেলে রাউজান উপজেলার বেসরকারি সাংস্কৃতিক উন্নয়নকেন্দ্র কালচারাল পার্কে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রের আসরে ২৭ বন্ধু ও উপদেষ্টা অংশ নেন। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জয় ভট্টাচার্য্য।

‘প্রিয় লেখক ও প্রিয় বই’ নিয়ে আলোচনায় অংশ নেন উপদেষ্টা ডা. দীপক সরকার, নান্টু বড়ুয়া, আহসান হাবিব চৌধুরী, তৌহিদুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন, সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোহাম্মদ শিহাবুদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া শীল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আকলিমা আকতার, বকুল বড়ুয়া, রাশেদ উদ্দিন, মুহাম্মদ জাহেদ, শাবনাজ আকতার, রিপা আকতার, ইমন দাশ, পাবেল চৌধুরী, কামরুল হক, মুহাম্মদ রাকিব, ইমরান হোসেন, মুহাম্মদ আরিফ, আফরোজা খানম, তানি আক্তার, সুবল দাশ, গোলামুন্নবী ইরফান প্রমুখ।

সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা