নোয়াখালী বন্ধুসভার গ্রাফিক্স ডিজাইন কর্মশালা

নোয়াখালী বন্ধুসভার গ্রাফিক্স ডিজাইন কর্মশালাছবি: সংগৃহীত

বর্তমান যুগ ডিজিটাল যুগ, তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির এই যুগে নিজেকে যোগ্য এবং দক্ষ প্রমাণ করতে প্রয়োজন গ্রাফিক্স ডিজাইন, আ্যনিমেশন, ইলাস্ট্রেটরসহ বিভিন্ন কাজে নিজেকে পটু করে তোলা। সেই লক্ষ্যে ১৪ মার্চ রাত সাড়ে ৯টায় অনলাইন গুগল মিট অ্যাপে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করে গ্রাফিক্স ডিজাইন কর্মশালার।

কর্মশালায় অংশগ্রহণ করেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। পরিচালনা করেন সভাপতি আসিফ আহমেদ। কর্মশালায় ক্যানভা ওয়েব আ্যপ্লিকেশনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়াদি আলোচনা করা হয়। দেখানো হয় কীভাবে পোস্টার, ব্যানার এবং কার্ড ডিজাইন করতে হয়। বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে যেমন আলোকপাত করা হয়েছে, তেমনি বন্ধুরা তাঁদের প্রয়োজনীয় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাকে প্রাণবন্ত করে তোলেন।

কর্মশালা থেকে ব্যানার ডিজাইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় ভালো করে জেনে বন্ধু মহিউদ্দিন রাতুল একটি মনোমুগ্ধকর ব্যানার ডিজাইন করে দেখান।

নোয়াখালী বন্ধুসভার গ্রাফিক্স ডিজাইন কর্মশালা

সবশেষে সবার থেকে অনলাইন কর্মশালার অনুভূতি শোনা হয়। বন্ধু তাসমিয়া ইয়াসমিন বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল ব্যানার এবং পোস্টার ডিজাইন কীভাবে করে, তা শেখার। আজকে খুঁটিনাটি বিষয়গুলো জেনে অনেক ভালো লাগল। আশা করি সামনে ভালো ভালো পোস্টার–ব্যানার ডিজাইন করতে পারব।’ আগামীতে নোয়াখালী বন্ধুসভা বন্ধুদের জন্য এমন দক্ষতা উন্নয়ন কর্মশালা নিয়মিত আয়োজন করবে বলে জানান সাধারণ সম্পাদক উম্মে ফারহিন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জ্যানিসা আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল, সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নুসরাত জাহান, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আরাফাত শিহাব, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র করি, ফাতেমা আফরা, বন্ধু ফয়জুন্নেছা জারিন, নাহিদ, নাঈম, পার্বণ ভৌমিকসহ আরও অনেকে।

প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা