কবি কামিনী রায়ের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর

পাঠচক্র শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মাসিক সভা ও কবি কামিনী রায়ের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২০ অক্টোবর বিকেলে জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুরা কবির জীবনচরিত নিয়ে আলোচনা করেন।

পাঠচক্র শেষে প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়েছে। তাঁরা হলেন জান্নাতুল ইসলাম, এম কে আমিন ও জান্নাতুল ইয়াসমিন। প্রত্যেককে একটি করে বই উপহার দেওয়া হয়।

সেরা তিন পাঠক বন্ধু
ছবি: বন্ধুসভা

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সৈয়দা জান্নাতের সঞ্চালনায় সভাপতি মশিউর রহমান সেপ্টেম্বর মাসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। একইসঙ্গে বন্ধুদের সাংগঠনিক কাজে আরও বেশি সোচ্চার হতে আহ্বান জানান।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সভাপতি শাকিল হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, কার্যনির্বাহী সদস্য সৈয়দ জালিছ মাহমুদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, অর্থ সম্পাদক রুবেল হাসান, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক রোহান বিন নাসির, মুহিত খান, মেহেজাবিন ইসলাম, সিফাত মাহমুদ, রিয়ানা হক, আবির হোসেন, মো. রাফিসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা