সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে প্রথম আলো

গাইবান্ধায় প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ৭ নভেম্বর পাঠক উৎসব ও সুধী সমাবেশের আয়োজন করে গাইবান্ধা বন্ধুসভা। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেছেন, প্রথম আলো ২৫ বছর ধরে সত্য তথ্য প্রকাশ করে আসছে। অন্যায়ের সঙ্গে আপস করেনি। এ জন্য প্রথম আলোর প্রতি মানুষের আস্থা বেশি। তাদের শুধু ছাপা কাগজই নয়, অনলাইন পোর্টালও নির্ভরযোগ্য। আমাদের এলাকায় কোনো ঘটনা ঘটলে অনেক অনলাইন মাধ্যম ও ফেসবুকে প্রচারিত হয়। তবু আমরা প্রথম আলোর খবরটি দেখার জন্য অপেক্ষা করি। এ ছাড়া প্রথম আলোর সামাজিক নানা কাজও মানুষের মধ্যে প্রেরণা জোগায়। তাদের এ ধারা অব্যাহত থাকুক।

বক্তারা আরও বলেন, ‘প্রতিদিন সকালে অসংখ্য ছাপা কাগজ পড়ি। কিন্তু কোনোটিতেই আস্থা ও বিশ্বাস পাই না। অনেক কাগজ পড়ার পরও প্রথম আলোর খবরটি বিশ্বাস করি। প্রথম আলো তাদের সততা দিয়ে পাঠকের হৃদয়ে বিশ্বাসের জায়গা করে নিয়েছে। সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে প্রথম আলো।’

বক্তব্য দেন সাহিত্যিক গোবিন্দলাল দাস, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক ও আইনজীবী সিরাজুল ইসলাম, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবীর, গাইবান্ধা স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবেদুর রহমান, সাংবাদিক তাজুল ইসলাম, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি ইমরান মাসুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশন করেন গাইবান্ধা বন্ধুসভার সহসভাপতি জিয়াউর রহমান, বন্ধু রাহাত কবির ও কনা। তবলায় ছিলেন জাকির খান।

সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা