দেশে নবজাতক ও মাতৃমৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। অধিকাংশ মা ও শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। এর অন্যতম কারণ বাল্যবিবাহ। আমাদের মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধ করার বিকল্প নেই। এ ক্ষেত্রে মাতা-পিতার সচেতনতাই মুখ্য। বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি নারী ও শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে।
৩০ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীর অধিকারবিষয়ক কমিউনিটি সংলাপে এ কথা বলেন বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় এ সংলাপের আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। গ্রামের একটি বাড়ির উঠানে অনুষ্ঠিত এ সংলাপে অংশগ্রহণ করেন স্থানীয় নারী-পুরুষ। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি আসাদুজ্জামান ও বন্ধু ফারহা উলফাৎ।
গ্রামের নারীরাও সংলাপে অংশ নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু রামিজ আহমেদ, সাকিল হোসেন, আহমেদ ওয়ালিদসহ অন্য বন্ধুরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা