ঢাকা মহানগর বন্ধুসভার পাঠচক্রে ‘প্রদোষে প্রাকৃতজন’
‘প্রদোষে প্রাকৃতজন’ বাংলাদেশের স্বনামধন্য ঔপন্যাসিক শওকত আলী রচিত একটি ঐতিহাসিক উপন্যাস, যা সেন রাজাদের সময়কার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে। এই উপন্যাসে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, সামন্ত মহাসামন্তদের অত্যাচার এবং বিভিন্ন চরিত্রের ব্যক্তিগত দ্বন্দ্ব ও সম্পর্কের কাহিনি বর্ণিত হয়েছে।
শ্যামাঙ্গ, মায়াবতী, লীলাবতী এবং অন্যান্য চরিত্রের মাধ্যমে লেখক সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন ও সংগ্রামের চিত্র তুলে ধরেছেন। এই উপন্যাসে অন্ত্যজ হিন্দু ও বৌদ্ধ ভিক্ষুদের প্রতিবাদ এবং তাঁদের সংগ্রামের কাহিনিও উল্লেখযোগ্য।
৫ অক্টোবর বইটি নিয়ে পাঠচক্র করে ঢাকা মহানগর বন্ধুসভা। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজ, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান, সহসভাপতি সাফিন উজ জামান, বন্ধু গাজী মান্নান তালুকদারসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, ঢাকা মহানগর বন্ধুসভা