চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট। তিনি বলেন, বন্ধুসভার বন্ধুরা সারা দেশেই নানা কাজ করে থাকেন। যেকোনো দুর্যোগে এগিয়ে আসেন। সারা বছরের কর্মসূচির মধ্যে থাকে পাঠচক্র, সহমর্মিতার ঈদ, বৃক্ষরোপণ, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন অলিম্পিয়াড, ইন্টারনেট উৎসব, ভাষা প্রতিযোগিতাসহ নানা বিষয়। এসবের মধ্য দিয়ে বন্ধুরা যেমন সাংগঠনিক হয়ে ওঠেন, তেমনই অর্জন করেন অভিজ্ঞতা ও দক্ষতা। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করে বন্ধুসভা।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

হাসান মাহমুদ সম্রাট বলেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা বরাবরই ভালো কাজ উপহার দিয়ে আসছে। নিয়মিত পাঠচক্র, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, জাতীয় পরিচালনা পর্ষদ ঘোষিত কর্মসূচিসহ অসংখ্য ভালো কাজে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, মনোয়ারা খাতুন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আনিফ রুবেদ ও ম্যাগাজিন সম্পাদক আয়েস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু আল মাহমুদ, সৈয়দ নাফিউল ইসলাম, মাসরুফা খাতুন, সিফা বিনতে হাবিব, নাজিফা আনজুম, জোবায়ের আহমেদ, অলিদ আহমেদ, শাকিল হোসেন, মঈন আহমেদ, সাকিব ইসলাম, রাকিবুল হাসানসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম ও সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনা শেষে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা