রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে মানবতার দেয়াল

‘মানবতার দেয়াল’ স্থাপনের পর সেটির সামনে বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

আমাদের প্রায় প্রত্যেকেরই এমন অনেক পোশাক থাকে, যা আর ব্যবহার করা হয় না। বাসার আলমারিতে পড়ে থাকে। কেউ কেউ আবার ফেলেও দেন। চাইলেই কিন্তু এই পোশাকগুলো দিয়ে আমরা অন্যের উপকার করতে পারি। প্রয়োজন সদিচ্ছার।

সেই চিন্তা থেকে মানুষের অব্যবহৃত পোশাকগুলো যাঁদের প্রয়োজন তাঁদের জন্য উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে ‘মানবতার দেয়াল’ স্থাপন করেছেন বন্ধুরা। এখান থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী যে কেউ পোশাক নিতে পারবেন। আবার কেউ চাইলে রেখেও যেতে পারবেন।

‘মানবতার দেয়াল’ স্থাপনের সময় উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সাবেক সভাপতি তাসনীম হোসাইন, সুরুজ সরদার, সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সুমাইয়া জেসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ, সাংগঠনিক সম্পাদক তুহিনুজ্জামান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রায়হান হোসেন, বইমেলা সম্পাদক আনিসুর রহমান, বন্ধু আয়েশা সিদ্দিকা ও মিতা।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা