রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে অদম্য মেধাবী সমাবেশ

অদম্য মেধাবী সমাবেশ
ছবি: বন্ধুসভা

‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অদম্য মেধাবীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার ধানঘরায় শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমিতে দিনব্যাপী এ সমাবেশের আয়োজন করে রায়গঞ্জ বন্ধুসভা।

সমাবেশে উপস্থিত অদম্য মেধাবীদের মধ্য থেকে তিনজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মোছা. ছাবিকুন্নাহার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ও রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রাকিবুল হাসান। সম্প্রতি রাকিবুল হাসান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানঘরা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু ইউছফ জাকারিয়া। তিনি বলেন, ‘শিক্ষার্থী এবং বন্ধুদের অনুপ্রেরণা জোগাতে বন্ধুসভার এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আগেও বন্ধুসভার সঙ্গে ছিলাম, এখনো আছি এবং সব সময় থাকার চেষ্টা করব।’

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট কামরুল হাসান বলেন, ‘পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি প্রতিদিন আমাদের মাঝে আলোর দিশারি হয়ে বার্তা পৌঁছায় প্রথম আলো। আর প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা প্রতিনিয়ত সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে চলেছে। আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

অদম্য মেধাবীদের সম্মাননা প্রদান
ছবি: বন্ধুসভা

এ সময় আরও বক্তব্য দেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, ধানঘরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক, পূর্ব আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাকিবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান আজাদ, তায়েবা খাতুন, তাছমিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা তাসনীম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলোক কুমার মাহাতো, রনি আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রসেনজিত কুমার মাহাতো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম, ঢাকা কলেজের শিক্ষার্থী ওমর ফারুক, ধানঘরা মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আলম, মহুয়া সাহা, তিথি সাহা, ফাতেমা খাতুন, কেয়ামনি, ইসরাত জাহান, রাজশাহী নিউ গভ. কলেজের শিক্ষার্থী পুলক কুমার মাহাতো, রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর খান, ধানঘরা ব্লাড ডোনার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। সঞ্চালনা করেন ইশরাত জাহান।

আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে সবার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে সমাবেশ। স্মৃতিচারণা, আগামী দিনের কর্মপরিকল্পনা, বন্ধু আড্ডা আর র‍্যাফল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় তৃতীয়বারের মতো এ আয়োজন।