শহীদ স্মৃতিস্তম্ভে নোয়াখালী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে নোয়াখালী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগমুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ২০২৪ সালে এসে পূর্ণ হয়েছে স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর। এটি হাজার বছরের বাঙালি জাতির কাছে সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতা থেকে মুক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।

এদিন ভোরে প্রথম আলোর নোয়াখালী অফিসে উপস্থিত হন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। এরপর সকাল সাড়ে ছয়টায় প্রভাতফেরি করে বন্ধুরা পৌঁছান জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর, সভাপতি আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক উম্মে ফারহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া সামান্তা, মো. শিমুল, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঞাঁ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আরাফাত শিহাব, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরী, বন্ধু শাহাদাত হোসেনসহ অন্যরা।

ম্যাগাজিন সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা