শাবিপ্রবি বন্ধুসভার মোমবাতি প্রজ্বালন

মোমবাতি হাতে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৪ ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা।

তাঁদের স্মরণে এদিন সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চেতনা৭১’ ভাস্কর্য প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করেন শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন শাবিপ্রবির সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা জাহিদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি বিকাশ সরকার, সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকারসহ অন্য বন্ধুরা।

সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা