প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজন
কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে উদ্যাপিত হলো প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭ নভেম্বর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে প্রথম আলোর সমাজসচেতনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ‘প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, এটি সমাজসচেতনতার প্রতীক। তরুণ প্রজন্মের জন্য এ ধরনের তাদের কাজ প্রেরণাদায়ক।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র সহকারী শিক্ষক হাফিজুর রহমান খান, প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ও সংগীতশিল্পী হোসনে আরা লিপি। তাঁরা প্রথম আলোর সমাজ উন্নয়নের প্রচেষ্টাকে সম্মান জানান এবং তরুণ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, স্বতন্ত্রতা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।
সৈয়দপুর বন্ধুসভার বন্ধু তাপস রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি আহসান হাবিব জনি। নিজ বক্তব্যে তিনি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বন্ধুসভার সক্রিয় ভূমিকা ও সৃষ্টিশীল কাজে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা পর্ব শেষে ছিল শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৬ জন বিজয়ী হয়। পুরস্কার হিসেবে তাঁদের হাতে বই তুলে দেন অতিথিরা।
সবশেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। মনোমুগ্ধকর সব পরিবেশনায় অনুষ্ঠান মাতিয়ে তোলেন বন্ধুসভার বন্ধুরা। অংশগ্রহণ করেন বন্ধু ঊর্মি, সাধন, তীর্থ, নুর নবী, সৃষ্টি, ফাতেমা ও লাবিব।
বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা