শহীদদের স্মরণে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২৬ মার্চ সকালে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রনীল মিশ্র, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রভাষক মো. নাজমুল হক, ইসলামিক স্ট্যাডিজ ডিজ বিভাগের প্রভাষক মো. সাব্বির হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান খান।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সাধারণ সম্পাদক নিগম সেন, অর্থ সম্পাদক অভিষেক সরকার, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবদুল কাদের, আবু রায়হান ও ওয়ালিদ মাহমুদ।