‘সংকোচ নয়, চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়’—স্লোগানে প্রথম আলোর আয়োজনে নীলফামারীতে শুরু হয়েছে স্বাস্থ্য অলিম্পিয়াড ক্যাম্পেইন। ১৮ মে বেলা ১১টার দিকে নীলফামারী ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত সেমিনারে নীলফামারী বন্ধুসভার রুবী আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হক, সহকারী প্রধান শিক্ষক আফসানা আফরোজ, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান ও নীলফামারী বন্ধুসভার সহসভাপতি নিপুন রায় প্রমুখ।
সেমিনারে শিক্ষার্থীদের যক্ষ্মার বিস্তার ও ভয়াবহতা রোধে করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণে শিক্ষার্থীদের নিবন্ধন করার বিষয়ে উৎসাহিত করেন বন্ধুরা। পরে সেখানে স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করে ১০০ জন শিক্ষার্থীকে নিবন্ধিত করা হয়।
কার্যক্রমে অংশগ্রহণ করেন নীলফামারী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বি শাহ, প্রচার সম্পাদক ফারজানা মমো, বন্ধু সাজিদ হোসেন, রাইসুল ইসলামসহ অন্যরা।
প্রথম আলো, ইউএসএইড, আইসিডিডিআরবির উদ্যোগে স্বাস্থ্য অলিম্পিয়াডে প্রাথমিক শ্রেণির তৃতীয় থেকে পঞ্চম, জুনিয়র ষষ্ঠ থেকে অষ্টম এবং সেকেন্ডারি পর্যায়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সহযোগিতায় আছে প্রথম আলো বন্ধুসভা।