এসডিজি: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা বিষয়ে রচনা আহ্বান

এসডিজি: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা বিষয়ে রচনা আহ্বান

এসডিজি: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা বিষয়ে ইউএনডিপি-প্রথম আলো বন্ধুসভা আয়োজন করছে প্রচারাভিযান। রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে পৃথক প্রচারাভিযানে অংশ নিতে যাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ৯ শতাধিক নারী ও যুবক। প্রতিটি আয়োজনে থাকবে র‌্যালি, সেমিনার, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা ইভেন্ট। এই আয়োজন সামনে রেখে থাকছে একই বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা।

এসডিজি ছয়টি লক্ষ্যের প্রচারাভিযানকে কেন্দ্র করে এই আয়োজনে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে নিম্নোক্ত ছয়টি লক্ষ্যমাত্রা ভিত্তিক রচনা আহ্বান করা হচ্ছে। ছয়টি লক্ষ্যমাত্রা হলো লিঙ্গসমতা, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা হ্রাস, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন এবং স্থলজ জীবন।

প্রতিযোগিতার নিয়মাবলি
১। কম্পিউটার কম্পোজ করে অনূর্ধ্ব ২০০০ শব্দের রচনা নিম্নে প্রদত্ত মেইলে পাঠাতে হবে।
২। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি বিষয়ে রচনা লিখতে পারবেন।
৩। রচনার শেষে অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে (যেসব বই বা সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে তা উল্লেখ করা)।
৪। গুগল বা উইকিপিডিয়া থেকে কপি-পেস্ট লেখা এবং পূর্বে কোনো ম্যাগাজিনে প্রকাশিত লেখা গ্রহণযোগ্য হবে না।
৫। রচনার সঙ্গে নিজের নাম, ঠিকানা, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা পেশাগত প্রতিষ্ঠানের পরিচয় উল্লেখ করতে হবে।

পুরস্কার ও সম্মাননা: প্রতিটি লেখা অভিজ্ঞ বিচারকদের দ্বারা মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং সেরা ১০টি অতিরিক্ত রচনার জন্য সম্মাননা দেওয়া হবে। বিজয়ীদের জন্য থাকবে সম্মাননা স্মারক ও সনদ।

২৫ নভেম্বর ২০২২–এর মধ্যে এই ঠিকানায় [email protected] পাঠিয়ে দিন আপনার লেখা।