কাতার বন্ধুসভার উদ্যোগে শ্রমিকদের মধ্যে পানীয় ও ফুডপ্যাক বিতরণ

দোহার বিভিন্ন এলাকায় ফুড ডেলিভারি রাইডারদের মধ্যে ফুডপ্যাক বিতরণ করছেন কাতার বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কাতারে প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। অসহনীয় এ গরমে জীবিকার তাগিদে পথঘাটে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠান্ডা পানীয় ও ফুডপ্যাক বিতরণ করেছে কাতার বন্ধুসভা।

স্থানীয় সময় ১৬ আগস্ট দুপুরে রাজধানী দোহার ফিরিজ আবদুল আজিজ, মনসুরা, বিন ওমরান আলসাদসহ বিভিন্ন এলাকায় ফুড ডেলিভারি রাইডারদের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়। সহযোগিতায় ছিল কাতারে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি মুন দোহা ট্রাভেলস।

কাতার বন্ধুসভার উদ্যোগে শ্রমিকদের মধ্যে পানীয় ও ফুডপ্যাক বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে অংশ নেন কাতার বন্ধুসভার উপদেষ্টা তামীম রায়হান, আবজল আহমদ, সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মনজুরুল হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইবরাহিম মাহমুদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ম্যাগাজিন সম্পাদক জিয়াউল হক, বইমেলা সম্পাদক মামুনুর রশীদ, বন্ধু ওয়ালিউল্লাহ, সাকিবসহ অন্য বন্ধুরা।

সভাপতি, কাতার বন্ধুসভা