চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলায় বন্ধুসভার বইয়ের স্টল

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বইয়ের স্টলছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করে বিসিক। গত ১৯ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব উপলক্ষে শুরু হয়ে মেলা চলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় অমর একুশে বইমেলার অংশ হিসেবে রাখা হয়েছে বইয়ের স্টলও। প্রথমা প্রকাশনের বই নিয়ে স্টল দিয়ে অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।

লেখক ও বইপ্রেমীদের পদচারণে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিল অধিক। কথাসাহিত্য, থ্রিলার, রাজনীতি, ছোটদের কমিক, কবিতা, উপন্যাস, আত্মোন্নয়নমূলক বইসহ বিভিন্ন ধরনের বইয়ের সমাহার নিয়ে সাজানো হয় বন্ধুসভার স্টল।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বইয়ের স্টল
ছবি: বন্ধুসভা

বিশেষ করে সদ্য প্রকাশিত বইগুলোর প্রতি পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অন্য পাঠকদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরাও স্টলে এসে তাঁদের পছন্দমতো বই সংগ্রহ করেছেন। স্টল পরিদর্শনে এসে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন বন্ধুসভার এমন কাজকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

বন্ধুসভার স্টল পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু আসেফ উৎস, রামিজ আহমেদ ও মুশফিক মাহাদীসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা