যশোর বন্ধুসভার সাধারণ সভা

প্রথম আলো যশোর অফিসে যশোর বন্ধুসভার সাধারণ সভাছবি: বন্ধুসভা

নতুন বছরে সংগঠনের কাজকে আরও গতিশীল করার জন্য সাধারণ সভা করেছে যশোর বন্ধুসভা। ৭ জানুয়ারি শীতের মুগ্ধতামিশ্রিত বিকেলে প্রথম আলো যশোর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৪ সালের যশোর বন্ধুসভার কার্যাবলির আলোকে প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক হামিদা হিমু। উপস্থাপিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপস্থিত বন্ধুরা আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন সভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও বইমেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। এ সময় তিনি ২০২৫ সালের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, অর্থ সম্পাদক সাদিয়া তাবাসসুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মনিরা খাতুন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাহিদ হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জাহানারা জ্যোতিসহ আরও অনেকে।

বইমেলা সম্পাদক, যশোর বন্ধুসভা