নাটোর বন্ধুসভার চড়ুইভাতি

নাটোর বন্ধুসভার চড়ুইভাতিছবি: বন্ধুসভা

‘চারিদিকে পাখির কলতান, বাতাস মুখরিত ফুলের স্নিগ্ধ সুবাস—এ যেন ফাগুনের আভাস।’ ৭ ফেব্রুয়ারি এমনি এক আগুন ঝরা ফাগুনের আগমনী দিনে নাটোর বন্ধুসভার চড়ুইভাতিতে একত্রিত হন বন্ধুরা।

বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম নাটোরের উত্তরা গণভবন। রাজা দয়ারাম রায়ের অমর সৃষ্টি এই প্রসিদ্ধ রাজবাড়ী। এখানে স্থান পেয়েছে স্বর্গের ফুলখ্যাত দুর্লভ পারিজাত গাছ, এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আনা দুর্লভ সব মূর্তি। যা ঐতিহ্যের এক অপার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। সেখানেই অনুষ্ঠিত হয়েছে নাটোর বন্ধুসভার চড়ুইভাতি।

এক দিনের জন্য আমরা যেন পাখি হয়েছিলাম, মনের আনন্দে প্রাসাদের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়িয়েছি, অসংখ্য স্মৃতি সংগ্রহ করেছি। এসব মনের গহীনে মিশে থাকবে আজীবন। উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার সূচনালগ্নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বর্তমান সভাপতি সেলিম রেজা ও প্রথম আলো নাটোর প্রতিনিধি আইনজীবী মুক্তার হোসেন।

শুরুতেই মুক্তার হোসেন সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। নতুন কমিটির সদস্যরাও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রোগ্রাম ঐতিহাসিক নাটোরের রাজবাড়ীতে শুরু হলেও পরে আমরা উত্তরা গণভবনে যাই। সেখানে দুপুরের খাওয়া, পাঠচক্র এবং সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

শেষে সবাইকে একটি করে সুন্দর বাটি উপহার দেওয়া হয়। বিকেলে চা–চক্রের মধ্য দিয়ে চড়ুইভাতির সমাপ্তি ঘটে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আলী, সহসাংগঠনিক সম্পাদক পূজা দাস, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাবনুর খাতুন, ম্যাগাজিন সম্পাদক পিংকি সরকার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নিয়াজ খানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা