শিশুদের মুখে হাসি ফোটাতে ঠাকুরগাঁও বন্ধুসভার উদ্যোগ
ঠাকুরগাঁও বন্ধুসভার উদ্যোগে ৫ জুলাই জেলা সরকারি শিশু পরিবারের (বালিকা) প্রাঙ্গণে ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। শিশুদের মুখে হাসি ফোটাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়, যেখানে শিশুরা নানা রকম মৌসুমি ফলের স্বাদ গ্রহণ করে, নাচগানে অংশ নেয় এবং এক আনন্দঘন বিকেল উপভোগ করে।
আনন্দময়—টাটকা মৌসুমি ফলের গন্ধে ভরে উঠেছিল শিশু পরিবারের আঙিনা। ছোট ছোট হাতে যখন পাকা আম, কাঁঠাল, পেয়ারা, লটকন, ডেউয়া, আমড়া, ড্রাগন ফল দেখা গেল, তখন শিশুদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও আনন্দ। এই আয়োজন যেন তাদের রংহীন শৈশবে একটুখানি রং ছুঁয়ে দিয়ে গেল।
উৎসবে অতিথি হিসেবে ছিলেন ঠাকুরগাঁও জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইম আশরাফ। তিনি বলেন, ‘ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের প্রতিটি শিশু আমাদের পরিবারের অংশ। সরকার তাদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠন পর্যায়ে এই মহৎ উদ্যোগ প্রশংসনীয়। আশাকরি ভবিষ্যতেও আপনারা এমন ভালো কাজ করবেন, সংস্কৃতি সৃজনশীলতা মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সামনে এগিয়ে যাবেন।’
ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ বলেন, ‘শিশুরা বিভিন্ন মৌসুমি ফলের স্বাদ ও পরিচিতি পাচ্ছে, এটি প্রশংসার যোগ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকুক।’
ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন জানান, বন্ধুসভা প্রতিবছরই ফল উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ বছরও তারই ধারাবাহিকতায় এই উৎসব আয়োজন করা।
সহসভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় উৎসবে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান, লোকনৃত্য ও কবিতা আবৃত্তি। সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন রবীন্দ্রসংগীতের ছন্দে পরিবেশন করেন ক্ল্যাসিক্যাল নৃত্য। বন্ধু মারজান ও তৌফিক তয়ন আবৃত্তি করেন জীবনানন্দ দাশের কবিতা ‘আবার আসিব ফিরে’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সহসাংগঠনিক সম্পাদক রাদ সাহামাদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিথিলা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এম মারুফ হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বন্ধু আল-নাফিস, রিফাত হোসেন প্রমুখ।
সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা