শীতার্তদের মধ্যে উষ্ণতা উপহার

অর্ধশত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মাঘের শুরুতে শৈত্যপ্রবাহে প্রাণ জড়সড়। প্রাণ থাকলেই প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। সামাজিক প্রাণী হিসেবে সর্বদাই একে অপরের দুর্যোগে-সংকটে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি একে অপরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে পারি, তাহলে পৃথিবীটা হয়ে ওঠবে সুন্দর আবাস ভূমি। সেই লক্ষ্যে এবং শীতের তীব্রতা থেকে একটু উষ্ণতা বিলানোর জন্য দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এমসি কলেজ বন্ধুসভা।

১৯ জানুয়ারি বেলা ১১টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় অর্ধশত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বন্ধুরা।

এমসি কলেজ বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমসি কলেজ গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাগর বিশ্বাস, সহকারী অধ্যাপক দিলীপ রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল বাসিত, অর্থনীতি বিভাগের প্রভাষক নিকসন দাশ, এমসি কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি তানভীর মাহফুজ, বর্তমান সহসভাপতি ইয়াসিন আরাফাত, জাকিয়া সুলতানা, সাধারণ সম্পাদক ফারহানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, পাপড়ি তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইভা সিদ্দিকী, অর্থ সম্পাদক রুবেল ফারহিন, দপ্তর সম্পাদক উত্তম কুমার, প্রচার সম্পাদক রুহেল আহমেদ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ওয়ালিউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফাহাদ আহমেদসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা