পাবনা বন্ধুসভার পাঠের আসরে ‘নক্সী কাঁথার মাঠ’

বিকেলের শান্ত আবহাওয়ায় পাঠের আসরে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ মূলত একটি কাব্যভিত্তিক উপন্যাস। যেখানে পল্লিকিশোর রুপাই এবং কিশোরী সাজুর প্রেম এবং তাদের করুণ পরিণতির মধ্য দিয়ে গল্পগাথা এগিয়েছে। পাশাপাশি কবি সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন গ্রামীণ উৎসব, অনুষ্ঠানের বর্ণনা, গ্রাম্য কলহ, দাঙ্গা-হাঙ্গামা, মামলা-মোকদ্দমা প্রভৃতি বিষয়।

৪ মার্চ বিকেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে পাবনা বন্ধুসভার আয়োজনে পল্লিকবি জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ ‘নক্সী কাঁথার মাঠ’এর ওপর পাঠচক্র অনুষ্ঠিত হয়।

প্রথমেই সবাই দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। সাধারণ সম্পাদক খান আনোয়ার কাব্যগ্রন্থের সারাংশ উপস্থাপন করেন। পরবর্তী সময় অন্যান্য বন্ধুরা পর্যায়ক্রমে কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

পাঠচক্র শেষে আগামী দিনের কার্যক্রম সম্পর্কে সভাপতি গোলাম হাসনায়েন তাঁর পরামর্শ ও নির্দেশনা দেন। আগামী অনুষ্ঠানে নিজেদের কর্মপরিকল্পনা ও সার্বিক দায়িত্ববণ্টন–সংক্রান্ত আলোচনা করা হয়।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ, পাবনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক স্বরণী বর্ষাসহ অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা