পথচারীদের মধ্যে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার ইফতারি বিতরণ
সিলেট শহরের দলদলি চা–বাগান ও কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তার পাশে রোজাদার পথচারীদের মধ্যে ইফতারি বিতরণ করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ২৩ ও ২৪ মার্চ দুই দিন এ কর্মসূচি পালন করেন বন্ধুরা।
ইফতারি নেওয়া ব্যক্তিদের মধ্যে গাড়িচালক, শ্রমিক ও পথচারীর সংখ্যাই বেশি। যাঁরা এ সময় রাস্তায় থাকেন, তাঁদের ইফতার করা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। ওই এলাকায় দোকানপাট কম থাকায় নানা জায়গায় ইফতারি খোঁজেন পথচারী থেকে শুরু করে ভাসমান মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা এ কার্যক্রম করে।
সিলেট শহরে গৃহকর্মীর কাজ করেন সুলেখা বেগম। এক মেয়েকে নিয়ে কষ্টে চলে তাঁর সংসার। তিনি বলেন, ‘বাজারে সব জিনিসের দাম চড়া। ৫০ টাকার নিচে ইফতার করা যায় না। কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই আমার।’
ইফতারি নিতে আসা অপর এক ব্যক্তি বলেন, ‘আমাদের মতো গরিবদের জন্য এমন আয়োজন অনেক ভালো। এতে আমাদের ইফতার করতে সুবিধা হয়।’
মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিয়া আক্তার বলেন, ‘আমরা চাই, প্রতিটি মানুষ যেন শান্তিতে ইফতার করতে পারে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে সবাই মিলে সুন্দর একটি পরিবেশ তৈরি করা সম্ভব।’
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক উদয় সরকার, সহসাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিয়া আক্তার, প্রচার সম্পাদক তাপস চন্দ্র শীল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইউসুফ মাহদী, বন্ধু রোম্মান আহমেদসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা