বিনোদনের শহরে কোনো দুঃখ নেই

যশোর বন্ধুসভার সাপ্তাহিক বৈঠকের পর লুডু খেলার আয়োজনছবি: বন্ধুসভা

মানুষ বিনোদনে বাঁচে, বিনোদনেই তৃপ্তি মেলে। বিনোদনের শহরে কোনো দুঃখ নেই। এই শহরের বিশাল এলাকাজুড়ে আছে খেলাধুলা। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। ফুটবল, ক্রিকেট, ব‍্যাডমিন্টনের মতো খেলাগুলো বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। মাঠের খেলাধুলার বাইরেও এদেশে কিছু খেলা জনপ্রিয় হয়ে আছে। এর মধ্যে লুডু, দাবা, ক‍্যারম খেলা ইত‍্যাদি। এগুলো যেকোনো বয়সের মানুষ যেকোনো জায়গাতে বসেই খেলতে পারে; সবুজ ঘাসের ওপর, বারান্দায় একটা মাদুর বিছিয়ে কিংবা বিছানার ওপরও। সব থেকে সহজবোধ‍্য খেলা হচ্ছে লুডু। নতুন আত্মীয়ের সঙ্গে ভাব জমাতে লুডু খেলা বেশ কার্যকর। কথিত আছে লুডু খেলার জন্ম ইংল‍্যান্ডে; পরে ধীরে ধীরে এটি বিশ্বব‍্যাপী ছড়িয়ে পড়ে। এর বেশকিছু প্রকারভেদ থাকলেও সাধারণত দুই প্রকারই দেখে থাকি; ঘর লুডু ও সাপ লুডু।

৪ ফেব্রুয়ারি যশোর বন্ধুসভার সাপ্তাহিক বৈঠকের পর লুডু খেলার রঙে রঙিন হয়ে ওঠে গোধূলিবেলা। এই মধুমাখা রঙে মুখরিত হবার সৌভাগ্য মিলেছে বন্ধুদের।

খেলাতে অনেকে অংশগ্রহণ করলেও বিজয় ছিনিয়ে আনতে হয় একজনকেই। এখানেও ব‍্যতিক্রম ঘটেনি। দুর্দান্ত খেলা চলে। সর্বোচ্চসংখ‍্যক ছক্কা পড়েছে সাধারণ সম্পাদক হামিদা হিমুর, অসংখ্যবার দান কেটে গিয়েও শেষ পর্যন্ত খেলে গিয়ে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সাংগঠনিক সম্পাদক রাইয়াদ ফেরদৌস, অনেকটা নিরপেক্ষ থেকেও ভালো পর্যায়ে অবস্থান নেন বন্ধু ফয়সাল মাহমুদ। তবে সবাইকে ছাড়িয়ে প্রথম স্থান দখল করেন বন্ধু মনিরা খাতুন।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা