লালমনিরহাট বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সাংগঠনিক বৈঠক শেষে লালমনিরহাট বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর পরিচিতি পর্ব ও সাংগঠনিক বৈঠক করেছে লালমনিরহাট বন্ধুসভা। ১১ জানুয়ারি জেলার সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি ফারাহ্ নাজ ফিবার সঞ্চালনায় উপদেষ্টা ও সদস্যদের পরিচয় পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। উপদেষ্টারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বৈঠকে সভাপতি ভবিষ্যৎ কার্যপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের গতিশীলতা বেগবানের লক্ষ্যে বন্ধুদের অংশগ্রহণ ও সক্রিয়তা কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন, মুক্তিযোদ্ধা আজিজুল হক (বীর প্রতীক), লালমনিরহাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আরমান রহমান, উপদেষ্টা রফিকুল আলম খান, শেখ রফিকুল ইসলাম, সাহেবর হোসেন সুমন, আসাদুজ্জামান তপু, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম, সহসভাপতি ইফতেখায়রুল ইসলাম, আবু সায়েদ বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন জামান এবং কমিটির অন্য সদস্যরা।

সাধারণ সম্পাদক, লালমনিরহাট বন্ধুসভা