গরমে প্রশান্তি ছড়াতে টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগ

পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণছবি: বন্ধুসভা

তাপপ্রবাহ থেকে মানুষকে একটু স্বস্তি দিতে পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে টাঙ্গাইল বন্ধুসভা। আজ সোমবার জেলা শহরের নিরালা মোড়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পাশাপাশি তাপপ্রবাহে হিটস্ট্রোক রোধে সচেতন করতে ও বর্তমান পরিস্থিতিতে করণীয় বিভিন্ন বিষয় জনসাধারণের মধ্যে তুলে ধরতে লিফলেট বিতরণ করেন বন্ধুরা।

বন্ধুসভার উপদেষ্টা রকিবুল ইসলাম আসাদ বলেন, ‘রোদের এই সময় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। বাইরে বের হলে সঙ্গে ছাতা ও পানির বোতল রাখতে হবে।’

টাঙ্গাইল বন্ধুসভার সাধারণ সম্পাদক তাসণিয়া শারমিন বলেন, ‘বর্তমানে দেশে তাপমাত্রার যে পরিস্থিতি, এর জন্য আমরাই দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণে আমাদেরই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তরুণেরাই পারবে একটি সম্ভাবনাময় পরিবর্তন আনতে। বিশেষ করে বন্ধুসভা থেকে আমরা প্রতিবছর যেভাবে বৃক্ষ রোপণ করি, তা অব্যাহত রাখতে হবে। বৃক্ষরোপণের উপযুক্ত সময় কখন, সেই বিষয়েও মানুষকে সচেতন করতে হবে। দেশি জাতের বৃক্ষরোপণে মানুষকে বেশি বেশি উৎসাহিত করতে হবে।’

সভাপতি আবু আহমেদ শেরশাহ বলেন, ‘গরমে মানুষের মধ্যে কিছুটা প্রশান্তি ছড়িয়ে দিতে আমরা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছি। জানি, হয়তো এতে খুব বড় কোনো পরিবর্তন হবে না। তবু ছোট ছোট ভালো কাজ সব সময় অব্যাহত রাখতে হবে। ভালো কাজের অভ্যাস গড়ে ওঠা প্রয়োজন। ভালো কাজ সংক্রামকের মতো ছড়িয়ে পড়ে। তাই আমরা চাই, বন্ধুসভার মাধ্যমে সারা দেশে ভালো কাজগুলো ছড়িয়ে পড়ুক।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রেণু আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হাসান, প্রচার সম্পাদক কাউছার আহম্মেদ, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাফিদ খানসুর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শারিফ হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইসরাত জাহান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাসুদ রানা, বন্ধু মো. রোমান, রাকিবুল হাসান, তৌফিক কিরন, আল আমিন, মেহেদী হাসান, আতিকুর রহমানসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, টাঙ্গাইল বন্ধুসভা