সাংগঠনিক গতিশীলতা আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস
সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও এমসি কলেজ বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজা। ২৪ জানুয়ারি সিলেট নগরীর স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বন্ধুদের উদ্দেশে ডা. রেদোয়ান মাহমুদ রেজা বলেন, ‘সাংগঠনিক লক্ষ্য অর্জনে ও বন্ধুসভার কার্যক্রমের গতিশীলতা আরও ত্বরান্বিত করতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করলে আমরা সব প্রতিকূলতা পাশ কাটিয়ে অনায়াসেই দেশ ও সমাজের কল্যাণ নিশ্চিত করতে পারব।’
এ সময় সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।
বন্ধু, সিলেট বন্ধুসভা