বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ’
‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ। সেই জায়গা থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সব সময় সচেষ্ট।’
১৯ জানুয়ারি বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মতবিনিময় সভায় এ কথা বলেন সাবেক সহসভাপতি হাসিবুর রহমান। এ সময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ভবিষ্যতে আরও অনেক ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বন্ধুরা। নতুনদের উদ্দেশে বিদায়ী কমিটির সভাপতি সামিউল ইসলাম বলেন, ‘বন্ধুসভা সব সময় সামাজিক ও মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করে এসেছে। আশা করি, আগামী দিনেও তার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি নাবিলা জান্নাত, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপমা দত্ত, আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পূজা রায়, সহসাংগঠনিক সম্পাদক রিঙ্কু হোসাইন, শামীমা সুলতানা, অর্থ সম্পাদক শাহেদ শাহরিয়ার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক উম্মে হাফসা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মোর্শেদুল আলম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক দ্বীপ দত্তসহ অন্য বন্ধুরা।
সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা