একুশের চেতনায় উদ্ভাসিত ‘আরেক ফাল্গুন’

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ভাষা আন্দোলন বাঙলির চৈতন্যোদয়ের গল্প, স্বতন্ত্র জাতীয়তাবাদের গল্প। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এবারের আয়োজন জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস ‘আরেক ফাল্গুন’ নিয়ে পাঠের আসর।

২১ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের অরণ্য পাঠাগারসংলগ্ন ‘কোলাহল বইঘরে’ এটি অনুষ্ঠিত হয়। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমিনা সরকারের সঞ্চালনায় বন্ধুরা তুলে ধরেন উপন্যাসের আদ্যোপান্ত। চরিত্র বিশ্লেষণ, গল্পের ঘটনাপ্রবাহ, প্রকৃতির বিশ্লেষণ—প্রতিটি বিষয়ই আলোচনায় উঠে এসেছে।

মাতৃভাষা দিবসে পাঠচক্র
ছবি: বন্ধুসভা

১৯৫২ সাল হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং তাঁদের প্রেম-প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়বস্তু। জাতীয় জীবনের অগ্নিমুখী পরিস্থিতিতে জহির রায়হান আলো–আঁধারের দোদুল্যমানতা থেকে উপন্যাস অন্তর্গত চরিত্রসমূহকেই কেবল মুক্তিদান করেননি, জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎকেও প্রত্যক্ষ করেছেন। মুনিম, আসাদ, সালমা, কবি রসুল, ডলি—তারা প্রত্যেকেই একুশের চেতনাকে ধারণ করে দাঁড়িয়ে আছে যেন এক শৈল্পিক ব্যঞ্জনায়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মুক্তাদির, সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাদিয়া মীম, অর্থ সম্পাদক সুমন আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমিনা সরকার, বইমেলা সম্পাদক আশরাফুন্নাহার সূচী, কার্যকরী সদস্য মো. মাসুম এবং ছোট্ট বন্ধু নুসাইবা প্রমুখ।

সাধারণ সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা