মাদারীপুরে এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পেল ঈদ উপহার

মাদারীপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার ভ্যানচালক সেলিম শরীফ। আর্থিক অসচ্ছলতার কারণে গত কয়েক বছর ঈদে তাঁর মেয়েকে নতুন জামা কিনে দিতে পারছিলেন না। তাঁর শারীরিক প্রতিবন্ধী মেয়ে মরিয়ম আক্তারকে এবার বন্ধুসভার পক্ষ থেকে রঙিন একটি নতুন জামা উপহার দেওয়া হয়। এতে খুশি সেলিম শরীফ ও তাঁর মেয়ে মরিয়ম আক্তার।

নতুন জামা পেয়ে হুইলচেয়ারে বসেই মরিয়ম আক্তার (১৩) উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘এবার ঈদে নতুন জামা ফিনবার (পড়তে পারা) পারব। অনেক মজা হইবে। আমার অনেক ভালো লাগছে।’

৬ এপ্রিল বিকেলে মরিয়মের মতো ১০০ জন এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা একটি করে নতুন রঙিন জামা উপহার দিয়েছেন। শহরের খাগদী এলাকায় সরকারি শিশু ও পরিবারের মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুন জামা পেয়ে আনন্দ–উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। এ ছাড়া নিম্ন আয়ের ১০টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

লাল রঙের একটি নতুন জামা বন্ধুসভার পক্ষ থেকে উপহার পেয়েছে শারীরিক প্রতিবন্ধী শিশু খুকু মনি (১০)। মেয়ের হাতে নতুন জামা দেখে খুকুর মা রাবেয়া খাতুন বলেন, ‘এ বছর সবকিছুর দাম বেশি। খুকুর বাবা বাজারই ঠিকমতো করতে পারে না। মাইয়ারে নতুন জামা কিনে দেওয়ার অবস্থা আমাগো নাই। আম্মেগো দেওয়া নতুন জামা পেয়ে মাইয়াডা আমার খুশি হইছে।’

মাদারীপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানা বলেন, ‘বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে “সহমর্মিতার ঈদ” কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছরের মতো এ বছরও মাদারীপুর বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে এ কাজ করেছেন। ঈদের দিন পর্যন্ত আমরা মানুষের পাশে এভাবেই দাঁড়াব। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারাটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

বন্ধুসভার নতুন রঙিন জামা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি তাঁর ছোট্ট দুই মেয়েকেও সঙ্গে নিয়ে আসেন। প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা এতিম ও প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটাতে পেরেছে। এর চেয়ে আনন্দের আর কী আছে? এখানেই তো আমাদের ঈদ আনন্দ। ওদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি নিজেও আনন্দিত।’

প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু বলেন, ‘বন্ধুসভার প্রতিটি কার্যক্রম সাধারণ মানুষের কল্যাণে করা হয়ে থাকে। এ জন্য সর্বোচ্চ পরিশ্রম করেন বন্ধুরা। তাঁরা নিজ আগ্রহে নিজেদের অর্থায়নে মানুষের পাশে এসে দাঁড়ান। এবার ঈদেও নিজেদের জমানো অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের মুখে হাসি ফুটিয়েছেন। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।’

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি শিশু পরিবারের উপ–তত্ত্বাবধায়ক মো. সাইদুজ্জামান, মাদারীপুর বন্ধুসভার সহসভাপতি শাহাদাত আকন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আল শাহরিয়াত, অর্থ সম্পাদক আজগর হাওলাদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিজাম আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক পূজা সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সোহাগ হাসান, বইমেলা সম্পাদক সোহাগ সরদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোনিয়া আক্তার, বন্ধু কামরুন্নাহার অমৃতা, রাসেল শিকদার, এইচ এম রাসেল, পলি আক্তার, সীমান্ত সরকারসহ অন্য বন্ধুরা।

বইমেলা সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা