চিঠির মাধ্যমে গল্পের অনন্য উপস্থাপন ‘বাঁধনহারা’

পাঠচক্রের আসরে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মানবতার জয়গানে আজীবন যাঁর কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে বারবার, তিনি হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)। গল্প, উপন্যাস, গান, প্রবন্ধ, নাটক ও সাহিত্যের সর্বক্ষেত্রেই স্বতন্ত্র বিচরণে তিনি অমর হয়ে আছেন পাঠকচিত্তে।

২৯ আগস্ট এই মহান কবির প্রয়াণদিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে নজরুলের লেখা এবং বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস ‘বাঁধনহারা’ নিয়ে পাঠচক্র। ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমিনা সরকার।

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘বাঁধনহারা’ উপন্যাসে প্রধান চরিত্র নুরুল হুদা এবং মাহবুবার দেশপ্রেমের মহত্ত্বের মধ্য দিয়ে অব্যর্থ প্রেমের গল্প, তৎকালীন সামাজিক পরিস্থিতিতে নারীর অবস্থান, দারিদ্র্যক্লিষ্ট জীবন এবং সাংসারিক জীবনের আখ্যান চিঠির মাধ্যমে উপস্থাপনের প্রয়াস প্রকাশ পেয়েছে, যা উপন্যাসটিকে অনন্য মাত্রা দান করে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন জাককানইবি বন্ধুসভার সাধারণ সম্পাদক তকিব হাসান, তানজিনা ইসলাম, মোমেন আহমেদ, পিয়াল সাহা, ফাতেমা সুলতানা, তারান্নুম সাদিয়া, ইসরাত জাহান প্রমুখ।

সাধারণ সম্পাদক, জাককানইবি বন্ধুসভা