ডিআইইউ বন্ধুসভার সাংগঠনিক শিষ্টাচার কর্মশালা
বন্ধুসভার সদস্যদের মধ্যে শৃঙ্খলাবোধ ও দায়িত্বের প্রতি সচেতনতা সৃষ্টি করতে সাংগঠনিক শিষ্টাচার কর্মশালা করেছে ডিআইইউ বন্ধুসভা। ১৭ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। কর্মশালায় বিভিন্ন সেশনের মধ্যে ছিল আইস ব্রেকিং সেশন, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। আলোচনা করেন উপদেষ্টা আবদুল মোনেম সরকার ও খালিদ হাসান। আরও বক্তব্য দেন সহসভাপতি তাহেরা তনিমা ও সাধারণ সম্পাদক আদিল সরকার।
কর্মশালায় বন্ধুরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। আয়োজকেরা জানান, বন্ধুসভার আগামীর পথচলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা