ডিআইইউ বন্ধুসভার সাংগঠনিক শিষ্টাচার কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ডিআইইউ বন্ধুসভার সাংগঠনিক শিষ্টাচার কর্মশালাছবি: বন্ধুসভা

বন্ধুসভার সদস্যদের মধ্যে শৃঙ্খলাবোধ ও দায়িত্বের প্রতি সচেতনতা সৃষ্টি করতে সাংগঠনিক শিষ্টাচার কর্মশালা করেছে ডিআইইউ বন্ধুসভা। ১৭ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জাতীয় সংগীতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। কর্মশালায় বিভিন্ন সেশনের মধ্যে ছিল আইস ব্রেকিং সেশন, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। আলোচনা করেন উপদেষ্টা আবদুল মোনেম সরকার ও খালিদ হাসান। আরও বক্তব্য দেন সহসভাপতি তাহেরা তনিমা ও সাধারণ সম্পাদক আদিল সরকার।

কর্মশালায় বন্ধুরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। আয়োজকেরা জানান, বন্ধুসভার আগামীর পথচলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা