যাদুনাথ সরকারের ‘মুঘল ভারত’ বই নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৩ এপ্রিল বিকেলে জেলা শহরের সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ। তিনি বলেন, ‘মুঘল ভারত’ বইটি মূলত ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাস, বিশেষত মোগল যুগের রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির গভীর বিশ্লেষণ তুলে ধরে। লেখক বইটিতে মোগলদের আগমন থেকে শুরু করে তাদের উত্থান, শাসনপদ্ধতি, প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় নীতি, শিল্প-সাহিত্যচর্চা এবং সাম্রাজ্যের পতন পর্যন্ত ঘটনাবলি পর্যায়ক্রমে ব্যাখ্যা করেছেন।
আনিফ রুবেদ বলেন, ‘বইটির শুরুতে রয়েছে ভারতবর্ষে মুসলমান আগমনের পটভূমি এবং সুলতানী যুগের সামগ্রিক সমাজ-সংস্কৃতি। পর্যায়ক্রমে রয়েছে সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেবের মতো সম্রাটদের চরিত্র ও কাজের বিশ্লেষণ। বইটি কেবল রাজনীতি নয়, বরং সেই সময়কার সাধারণ মানুষের জীবনধারাও তুলে ধরে। পরবর্তী অংশে ইউরোপীয়দের, বিশেষ করে ইংরেজদের ভারতে আগমন এবং তাদের বাণিজ্য ও রাজনৈতিক প্রভাব তুলে ধরা হয়েছে। শেষের দিকে ভারতীয় জাতীয়তাবাদ, স্বাধীনতা সংগ্রাম ও ১৯৪৭ সালের দেশভাগের ঘটনাও বিশ্লেষণ করা হয়েছে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু আসেফ উৎস, মাহমুদা আক্তার, সাদিয়া কুলসুমসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা