চীনে বন্ধুদের বিজয় বায়ান্ন উদ্‌যাপন

চীনে বিজয় বায়ান্ন উদ্‌যাপন অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

১৬ ডিসেম্বর, রক্তস্নাত বিজয়ের ৫২তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উঁচু করার দিন। স্বাধীনতাকামী বাঙালির হৃদয়ে মাসটি মহা আনন্দের, মহাগৌরবের। স্বজন হারানোর বেদনায় এই মাস একই সঙ্গে শোকের, আবার উদ্‌যাপনেরও। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিন বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

বিজয় বায়ান্ন উদ্‌যাপন শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দিনটি উপলক্ষে চীনের ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কমিউনিটি এবং চীন বন্ধুসভা আয়োজন করেছে ‘বিজয় বায়ান্ন’ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম, ফাউন্ডার রয়েল নার্সিং কলেজ গাজীপুরের শিক্ষক আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন এস এম আকাশ ও ইনজামুল করিম।

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথিরা। তাঁদের বক্তব্যে ওঠে আসে কীভাবে ছাত্র-শিক্ষক, কৃষক, কামার-কুমার, বুদ্ধিজীবী, শিক্ষিত-অশিক্ষিত, শিশু-কিশোর, নারী—সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশকে শত্রুমুক্ত করতে লড়াই চালিয়ে যান।

শিক্ষার্থী, ঝেংঝু বিশ্ববিদ্যালয়