বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বন্ধুসভা

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে অভিষেক অনুষ্ঠানে নতুন আহ্বায়ক কমিটির সঙ্গে অতিথিরাছবি: বন্ধুসভা

বন্ধুত্বের হাত প্রসারিত করে ভালো কাজের পরিধি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বন্ধুসভা। সংগঠনটির পরিধি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। আগে থেকেই চীন, জার্মানি ও কাতারে বন্ধুসভা গঠিত হয়। এবার তাসমান সাগরপারের দেশ অস্ট্রেলিয়াতেও সংগঠনটির যাত্রা শুরু হলো।

২৬ জানুয়ারি অনলাইনে জুম মিটিং অ্যাপের মাধ্যমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া বন্ধুসভার। এতে দেশটির বিভিন্ন প্রান্তে থাকা নতুন বন্ধুদের পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন প্রথম আলোর ব্যবস্থাপনা পরিচালক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক জাফর সাদিকসহ জাতীয় পর্ষদের অন্য বন্ধুরা। অনুষ্ঠানে সবাই নিজেদের পরিচয় ও বন্ধুসভা নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। বন্ধুদের অনেকেই দেশে থাকতে বন্ধুসভার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মাধ্যমে এবার বিদেশেও ছড়িয়ে পড়ছে কার্যক্রম। পরে সাংস্কৃতিক পরিবেশনায় কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এর আগে দেশের ভেতর এ বছর আরও চারটি নতুন বন্ধুসভার অভিষেক হয়েছে। রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি এবং কুয়াকাটা বন্ধুসভা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অভিষেক অনুষ্ঠানে জাতীয় পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের সভাপতি হাসিনা মোস্তাফিজসহ অন্য বন্ধুরা অংশ নেন। এর বাইরে আরও কয়েকটি বন্ধুসভা শিগগিরই তাদের যাত্রা শুরু করবে।

এ বিষয়ে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, ‘নতুন বন্ধুসভা মানে নতুন উদ্যম। আমরা আশা করি এবারের দায়িত্বপ্রাপ্ত বন্ধুরা যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি উদ্যমী হবেন। তাঁদের মাধ্যমে বন্ধুসভা সামনের দিকে এগিয়ে যাবে।’ সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভার সঙ্গে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের বন্ধুদের যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা বেশ অনুপ্রাণিত করে। এভাবেই নতুন বন্ধুসভা আর বন্ধুদের উদ্যোগেই আগামীর স্বপ্নীল বাংলাদেশ গঠনের পথে সদর্পে এগিয়ে যাব আমরা।’