একুশে ফেব্রুয়ারি—শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায়, যা খোদিত রয়েছে আমাদের ইতিহাসের পাতায়। ভাষার জন্য আত্মোৎসর্গকারী প্রথম জাতি হিসেবে বাংলার অকুতোভয় বীরেরা তাঁদের রক্তের অক্ষরে লিখে গেছেন আমাদের মাতৃভাষার গৌরবোজ্জ্বল ইতিহাস। রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউরসহ ১৯৫২ সালের সব ভাষাশহীদের আত্মত্যাগেই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার, বাংলার মুক্ত বাতাসে নিশ্বাস নেওয়ার সুযোগ।
আজও তাই বিশ্বজুড়ে একুশের সেই অমর চেতনা বহন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা ও ভাষার প্রতি ভালোবাসার প্রতীক। তাই বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের মর্যাদা রক্ষা করাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা