বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্র
প্রথম আলো বন্ধুসভার সংশোধিত গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২৩ মে বিকেলে জেলা শহরের প্রতিভাস বিদ্যানিকেতনে এটি অনুষ্ঠিত হয়।
পরিচয় পর্বের মধ্য দিয়ে পাঠচক্র শুরু হয়। এরপর একে একে সবাই গঠনতন্ত্রের প্রতিটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেন। যেসব অংশ নিয়ে সংশয় ছিল, সেগুলো ব্যাখ্যাসহ বিশ্লেষণ করেন সাংগঠনিক সম্পাদক ফারদিন আহম্মেদ এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক প্রভাস কুমার শর্মা।