ভাষাশহীদদের স্মরণে প্রথম আলো বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স শহীদ মিনারে ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে প্রথম আলো বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: শাকিব হাসান

আজ ২১ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভোর থেকেই রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ‘বর্ণমেলা’ উৎসবের বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে কাজের ফাঁকে ভাষাশহীদদেরও স্মরণ করতে ভোলেননি তাঁরা। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ক্রীড়া কমপ্লেক্সের শহীদ মিনারে ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সহসভাপতি সোলায়মান কবীর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য আলাদিন আসাদ, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমা সুলতানাসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার পঞ্চাশোর্ধ্ব বন্ধু।

পুষ্পস্তবক অর্পণ শেষে বন্ধুসভার বন্ধুরা
ছবি: শাকিব হাসান

সভাপতি জাফর সাদিক বলেন, ‘প্রথম আলোর উদ্যোগে বর্ণমেলার এই আয়োজন অসাধারণ। এতে অংশ নেওয়া শিশু-কিশোরদের বাংলা ভাষার প্রতি মমত্ববোধ তৈরি হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আজ সারা দিন শিশুরা এখানে বর্ণমালা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মায়ের কাছে চিঠি, আলপনাসহ নানা উৎসবে মেতে ছিল। এমন আয়োজন নিংসন্দেহে প্রশংসার দাবিদার।’

প্রথম আলো বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
ছবি: শাকিব হাসান

বর্ণমেলায় সকাল থেকে সারা দিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন বন্ধুসভার বন্ধুরা। এ বিষয়ে জাফর সাদিক বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে বন্ধুদের বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, তা প্রকাশ পেয়েছে।’