মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাঙামাটি বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজ থেকে ৫৫ বছর আগে এ দেশের সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্যে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে বিজয়। মুক্তিযুদ্ধে বীরদের আত্মদানের ফলে পেয়েছি আমরা আমাদের এই স্বাধীন দেশ।
তাঁদের আত্মদানের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করতে আজ ২৬ মার্চ রাঙামাটির রিজার্ভ বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রাঙামাটি বন্ধুসভা। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপস্থিত ছিলেন সভাপতি রুনি চাকমা, সহসভাপতি বৈশাখী চাকমা, সাধারণ সম্পাদক ত্রিবেণী চাকমা, সাংগঠনিক সম্পাদক পূর্ণা চাকমা, অর্থ সম্পাদক বাবুল মারমা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আপন চাকমা, উপদেষ্টা মিতু চাকমা ও কার্যনির্বাহী সদস্য জয়া চাকমা।
সভাপতি, রাঙামাটি বন্ধুসভা