বঙ্গবন্ধুর জন্মদিনে ‘কারাগারের রোজনামচা’ বই নিয়ে পাঠচক্র

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

১৭ মার্চ ছিল বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর এই দিনে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করে একটি পাঠচক্র ও আলোচনা সভা। পাঠচক্রের নির্ধারিত বই ছিল বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক ব্যক্তিত্ব, যাঁর জীবন সবার জন্য অনুকরণীয়। নেতৃত্ব প্রদান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার বাস্তবায়ন, ন্যায়পরায়ণতা, পরোপকার থেকে শুরু করে অনেক কিছুই। আর বাঙালিদের হয়ে অধিকার বাস্তবায়নের জন্য নেতৃত্ব দিতে গিয়ে জীবনের অধিকাংশ সময় কাটাতে হয়েছে জেলে। কারণে-অকারণে, বিনা দোষে কারাগারে প্রেরণ করা হয়েছিল তাঁকে। কারাগারে কাটানো দিনগুলোর দিনলিপি আর সেই সময়কার লেখা চিঠিপত্রের সংগ্রহ নিয়েই মূলত এই বই।

পাঠচক্রের শুরুতেই বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁকে নিয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসিফ আহমেদ। পরবর্তী কার্যক্রম সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাজকির হোসেন। এ সময় বন্ধুরা বইটির বিভিন্ন অংশ তুলে ধরেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন। নতুন কয়েকজন বন্ধুও অংশগ্রহণ করেন এই পাঠচক্রে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু বাঙালিদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেটা জানার জন্য সবার বইটি পড়া উচিত। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, ইতিহাস জানার জন্য এমন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

পাঠচক্রের শেষ পর্যায়ে একটি কবিতা আবৃত্তি করে শোনান আমিনুল ইসলাম এবং গান পরিবেশন করেন স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক প্রণয় মজুমদার। আরও উপস্থিত ছিলেন সভাপতি সিফাত বিল্লাহ, সহসভাপতি জাহিদ হাসান, এম এ তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যানিসা আফরোজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাকিব, দপ্তর সম্পাদক আবদুর রহিম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. শিমুল, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আফরিনা আনিকা, সাংস্কৃতিক সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা, কার্যনির্বাহী সদস্য ধ্রুব ভুঁইঞাসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা