মানবসেবার পাশাপাশি আত্মোন্নয়নে গুরুত্ব দেওয়ার তাগিদ

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (অ্যাডাস্ট) বন্ধুসভার উদ্যোগে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ
ছবি : বন্ধুসভা

‘আমরা মানুষের সেবা করব, ভালো কাজে সামনে থাকব। পাশাপাশি নিজেদের স্কিল গঠনেও পিছিয়ে থাকা যাবে না। পড়ালেখা ও মানবসেবার সঙ্গে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে হবে। জাতির পিতার সোনার বাংলা গঠনে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই।’ বলছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়।
১১ আগস্ট সকালে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (অ্যাডাস্ট) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিম্নবিত্ত মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে উত্তম রায় এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের ডাক্তার, শিক্ষার্থী ও ডা. সামিউর রহমানের সহযোগিতায় শতাধিক ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (অ্যাডাস্ট) বন্ধুসভার উদ্যোগে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ
ছবি: বন্ধুসভা

অ্যাডাস্ট বন্ধুসভার সাহিত্য ও পাঠচক্র সম্পাদক নূর-ই-সুলতানা নূপুরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রধান উপদেষ্টা মো. মাসুদুল হাসানের নির্দেশনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, ঢাকা মহানগর বন্ধুসভার সাবেক সভাপতি ড. সোলায়মান কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল কাইয়ুম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক কামরান চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডা. ইসরাত জাহান, অ্যাগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া তাবাসুম আহমেদ, বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নূর নবী রাজ, মো. সারোয়ার হোসেন ইসলাম, মুন্নী দাস, মো. ওয়াহিদুল ইসলাম, পাবলিক হেলথ বিভাগের সমন্বয়ক আরিফুজ্জামান খানসহ বন্ধুসভার সদস্য ও অন্যরা। শোক দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ হেলথ ক্যাম্পের সমন্বয় করেছেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের নুরুজ্জামান ফারাবী।

অতিথিদের সঙ্গে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম নিম্নবিত্ত মানুষের কল্যাণে বন্ধুসভার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ভালো কাজের জন্য যে পদক্ষেপ নিতে হয়, তা করতে বন্ধুসভা কখনো যেন পিছপা না হয়।
অনুষ্ঠানের সমাপনীতে জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক চমৎকার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বন্ধুদের লেখালেখিসহ মননশীল কাজে আরও বেশি যুক্ত হওয়ার পরামর্শ দেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন সফলভাবে বাস্তবায়নে অ্যাডাস্ট বন্ধুসভার সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক সানজিদা আক্তারসহ বন্ধুসভার সদস্যরা নিরলস কাজ করেছেন। অনুষ্ঠান শেষে ভবিষ্যতেও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে আরও ভালো কাজ করার অঙ্গীকার করেন বন্ধুরা।


সাহিত্য ও পাঠচক্র সম্পাদক, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি বন্ধুসভা