পটিয়া বন্ধুসভার উদ্যোগে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও পাঠচক্র

পটিয়া শহীদ মিনারে বন্ধুসভার বন্ধুদের শ্রদ্ধাঞ্জলি অর্পণছবি: বন্ধুসভা

ফাগুনের প্রথম ভাগে ভোরের স্নিগ্ধ হিমেল বাতাসে চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার বন্ধুরা একত্রিত হন পটিয়া শহীদ মিনারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ভাষার জন্য আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজন করা হয় এক বিশেষ পাঠচক্র। পাঠ করা হয় কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের হৃদয়স্পর্শী উপন্যাস ‘কখনো আমার মাকে’।

পটিয়া বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

‘কখনো আমার মাকে’ বইটি এক মা ও সন্তানের হৃদয়ের টানাপোড়েনের আখ্যান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই উপন্যাস পাঠকের সামনে তুলে ধরে এক মায়ের অপেক্ষা, সন্তানের প্রতি টান এবং এক সংগ্রামী সময়ের আবেগঘন চিত্র। বইটি আমাদের মায়ের প্রতি কর্তব্যবোধ, ভালোবাসা ও মায়ের নিঃস্বার্থ ত্যাগের এক মর্মস্পর্শী অনুরণন।

সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা