পর্যটকদের ফুলের ভালোবাসায় সিক্ত করল বান্দরবান বন্ধুসভা

বিশ্ব ভালোবাসা দিবসে পর্যটকদের ফুলের ভালোবাসায় সিক্ত করল বান্দরবান বন্ধুসভাছবি: বন্ধুসভা

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবান বন্ধুসভার বন্ধুরা নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। পর্যটনের জন্য জনপ্রিয় এই জেলায় আসা অন্তত ৫০০ পর্যটককে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন তাঁরা।

সকালে জেলা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় চিম্বুক সড়কের থানচি বাসস্টেশন এলাকায় আসা পর্যটকদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান বান্দরবান বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি পরিবেশ সচেতনতায় ও এর ভারসাম্য রক্ষার্থে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বান্দরবান বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘১২ জাতির ঐক্যতান, সম্প্রীতির বান্দরবান’ স্লোগানে লিফলেটে লেখা হয় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বান্দরবানে আসা সব পর্যটককে জানাই শুভেচ্ছা। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে বিভিন্ন ধরনের সচেতনতামূলক উপদেশও দেওয়া হয় লিফলেটের মাধ্যমে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান ট্যুরিস্ট পুলিশের প্রধান ইনচার্জ স্বপন আচার্য, সহকারী ইনচার্জ জাহাঙ্গীর আলম, বান্দরবান বন্ধুসভার উপদেষ্টা মেহেদী হাসান, রাজেশ দাশ, সভাপতি বিশ্বজিৎ দাশসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, বান্দরবান বন্ধুসভা