প্রবীণদের নিয়ে বন্ধুদের সারাবেলা

চট্টগ্রামের রাউজানে স্থানীয় একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রায় ৩০ জন নারী-পুরুষ প্রবীণ বাসিন্দাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

১ অক্টোবর ছিল বিশ্ব প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’। এই ভূমিকা পালন করতে চট্টগ্রামের রাউজান বন্ধুসভার উদ্যোগে স্থানীয় একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রায় ৩০ জন নারী-পুরুষ প্রবীণ বাসিন্দাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরুষ প্রবীণ বাসিন্দাদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপজেলার আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের এই প্রবীণদের নিয়ে বন্ধুরা সন্ধ্যাকালীন নাশতার আয়োজন করে। পরে তাঁদের সঙ্গে গল্প, আড্ডা, গান, ছড়া ও কবিতা পাঠের আসর বসায়। প্রবীণদের জীবনের সুখ-দুঃখের গল্প শোনেন বন্ধুরা। গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন রাউজান বন্ধুসভার সভাপতি সালসাবিল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়া।

নারী প্রবীণ বাসিন্দাদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

অতিথি হিসেবে ছিলেন রাউজান বন্ধুসভার উপদেষ্টা নুর মুহাম্মদ, মুহাম্মদ বেলাল ও প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন। তাঁরা প্রবীণদের সঙ্গে জীবনের কিছু স্মৃতিচারণা নিয়ে কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তসলিমা আকতার, বন্ধু বকুল বড়ুয়া, সুব্রত দত্ত, পাভেল চৌধুরী, জাহেদ হোসাইন, ইমন দাশ, সোহেল রানা, শাবনাজ আকতার, খাদিজা মুক্তা, রিপা আকতার, ফারজানা চৌধুরীসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা