তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার প্রত্যয় বন্ধুসভার

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা
ছবি: সংগৃহীত

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লোকেরা সমাজের আলাদা কোনো মানুষ নয়। তাঁরা আমাদেরই মতো এ দেশের নাগরিক। সমাজে তাঁদের প্রতি সাধারণ মানুষের ধারণা অনেক সময় নেতিবাচক হয়ে ওঠে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
১১ সেপ্টেম্বর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমস্যা ও তা থেকে উত্তরণের পথ খুঁজতে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।

দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উইমেনস ভয়েস অ্যান্ড লিডারশিপ–বাংলাদেশ প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন। দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশন, যুব উন্নয়ন, ইসলামি ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, রেডিও পদ্মাসহ অনেক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সূচনা বক্তব্যে দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাঁর জনগোষ্ঠীর প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও কীভাবে তাঁরা সহায়তা পেতে পারেন, তা জানতে চান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সব সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর তথা সমাজের সব প্রান্তিক মানুষের পাশে থাকার এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রত্যয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে। বন্ধুসভার পক্ষ থেকে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রায়হান হোসেন সভায় উপস্থিত থেকে আশ্বাস দিয়ে বলেন, ‘বন্ধুসভা সমাজের সব পিছিয়ে পড়া মানুষের প্রতি সহানুভূতিশীল এবং তাদের ন্যায্য অধিকারের প্রতিষ্ঠায় পাশে থাকতে চায়।’

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা