ফরিদপুরে বইমেলায় প্রথম আলো বন্ধুসভার স্টল

ফরিদপুর বন্ধুসভার স্টলে পাঠকদের ভিড়ছবি: বন্ধুসভা

ফরিদপুরে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় ৩০টি স্টলের মধ্যে প্রথমা প্রকাশনের সহযোগিতায় একমাত্র সংগঠন হিসেবে বইয়ের স্টল দেয় ফরিদপুর বন্ধুসভা।

২১ ফেব্রুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। মেলায় ফরিদপুরের বিভিন্ন লাইব্রেরি, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও স্টল বরাদ্দ নেয়। বইয়ের স্টল দেয় কেবল ফরিদপুর বন্ধুসভা। প্রথমা প্রকাশনের নতুন নতুন বই পেয়ে বইপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সরকারি রাজেন্দ্র কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনা আক্তার (২৪) বলেন, ‘আমি ঢাকায় এসব বই দেখেছি। প্রথমা প্রকাশন জেলা শহরের মেলাগুলোতেও যে স্টল দিয়ে নতুন বই মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, এটা চমৎকার! এখান থেকে আমি আমার ছোট ভাইয়ের জন্য লেখক আদনান মুকিতের ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’ বইটি কিনেছি।’

ফরিদপুরে বইমেলায় প্রথম আলো বন্ধুসভার স্টল
ছবি: বন্ধুসভা

ফরিদপুর বন্ধুসভার সভাপতি লক্ষ্মণ চন্দ্র মণ্ডল বলেন, ‘মেলার প্রথম ও তৃতীয় দিন ক্রেতাসমাগম ছিল বেশি। দ্বিতীয় দিন হঠাৎ ঝোড়ো বাতাস ও বৃষ্টির জন্য ক্রেতাসমাগম ছিল না বললেই চলে।’

সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল বলেন, ‘প্রথমা প্রকাশনের সার্বিক সহযোগিতায় আমরা এ মেলা করতে পেরেছি। মেলায় বিশেষ ছাড়ে বই পেয়ে ক্রেতারা আকৃষ্ট হয়েছেন।’

যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা