বশেমুরবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমস্যাপূরণ’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সমস্যাপূরণ’ নিয়ে পাঠচক্র করে বশেমুরবিপ্রবি বন্ধুসভা। ৪ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু আল আমিন শেখ। তিনি বলেন, ‘“সমস্যাপূরণ” ছোটগল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক প্রতিভার এক অনন্য উদাহরণ। এই গল্পে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন ও মনস্তত্ত্বকে তিনি তুলে ধরেছেন। আগের জমিদারদের ক্ষমতা ও ব্যবহারের সঙ্গে সমসাময়িক সমাজের জমিদারদের অবস্থা ব্যাখ্যা করেছেন। তৎকালীন জমিদারদের ধার্মিক মুখোশের ছদ্মবেশে লাম্পট্যের উদাহরণ তুলে ধরেছেন। গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনের সঙ্গে আগের জমিদারদের জীবনের তুলনাও বিশেষভাবে লক্ষণীয়।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি আলাউল হক, প্রচার সম্পাদক শামীম আহামেদ, দপ্তর সম্পাদক শাফায়েত উল্ল্যাহসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা