রমজানের সৌন্দর্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে চবি বন্ধুসভার ইফতার
রমজান মানেই ইবাদত, সংযম ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মিলনমেলা। ভ্রাতৃত্বের এ বন্ধনকে আরেকটু বাড়িয়ে দিতে ৫ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে ইফতার অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
সহসভাপতি নুসরাত পাইরিন বলেন, ‘এই ত্যাগের মাসকে সামনে রেখে বন্ধুসভার বন্ধুদের একত্রে ইফতার পালন করা একটি সুন্দর বিষয়। এতে অংশ নিয়েছে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই। ইফতার সাজানো, পরিবেশন করা ছিল উপভোগ্য। ক্যাম্পাসে আসলে আপন বলতে এই একটা জায়গা, যেখানে নিজের দ্বিতীয় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করলাম।’
সাধারণ সম্পাদক আলী আকরাম বলেন, ‘শুরু থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, কেবল ইফতার বা আনুষ্ঠানিকতা নয়, বরং সম্মিলিত প্রয়াসই আয়োজনের আসল সাফল্য। দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে রমজানের সংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধের গুরুত্ব উঠে এসেছে। ইফতার মাহফিল রমজানের পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক, যেখানে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।’
প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা