আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ভৈরব বন্ধুসভা। সম্প্রতি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী হয়েছেন সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১৫ শিক্ষার্থী। ১৭ মার্চ প্রথম আলো ভৈরব অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। যে বিজয়ীরা উপস্থিত হতে পারেননি, তাঁদের পুরস্কার কুরিয়ারযোগে পৌঁছে দেওয়া হয়েছে।
বিজয়ীরা হলেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মুক্তা আক্তার, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নাজিয়া মিথিলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাহিদা আফরোজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচনা বড়ুয়া, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের এস এম জায়েদ শাহরিয়ার, ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাটসের মেহবুবা আমিন, ভৈরব উদয়ন স্কুলের আরাফ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিয়া মাহমুদ, হাজী আসমত সরকারি কলেজের পারভেজ ইসলাম, ভৈরব আইডিয়াল স্কুলের তাইসা ফারহাত, ভৈরব প্রেসিডেন্সি মডেল স্কুলের কামরুন্নাহার কলি, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সৌগত বসাক, ভৈরব প্রেসিডেন্সি মডেল স্কুলের আলফি রহমান, ব্লু-বার্ড স্কুলের নিলয় মোল্লা ও ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশ্বিরা।
বিজয়ী শিক্ষার্থী নাহিদা আফরোজ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আয়োজনটি ভালো লেগেছে। এ রকম আয়োজন আমাদের জ্ঞানচর্চায় অনেক সাহায্য করবে। আর উপহার হিসেবে বইয়ের চেয়ে ভালো কিছু হতেই পারে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা বড়ুয়া বলেন, ‘অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে কৃতজ্ঞ। বিশেষ করে নারী দিবস উপলক্ষে হওয়ায় আনন্দ আরও বেড়েছে। বই পুরস্কার পেয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে।’
টাঙ্গাইল থেকে অংশগ্রহণকারী বিজয়ী সৌগত বসাক বলেন, ‘আগেও অংশগ্রহণ করেছিলাম। কুইজ থেকে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। সুন্দর ও জ্ঞানমূলক আয়োজন হোক বারবার।’
ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু কুইজে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নারীদের অগ্রযাত্রায় নিরাপত্তার পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। সবাই এগিয়ে এলে নারীরা নির্ভয়ে সামনে এগোতে পারবে।’
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ভৈরব বন্ধুসভার সাধারণ সম্পাদক এরফান হোসেন। উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা লুবনা হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মহিমা মেধা, অর্থ সম্পাদক আনাস খান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাদিয়া সরকার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্য বন্ধুরা।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, ভৈরব বন্ধুসভা